এমপি আনারের মরদেহ লাগেজে ভরে সরিয়ে ফেলে খুনিরা!
ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ পেতে কলকাতার হাতিশাল বর্জ্য খালে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেওয়া গ্রেপ্তারকৃত আমানুল্লাহ ওরফে শিমুলের তথ্যমতে এ অভিযান চালোনো হচ্ছে বলে জানিয়েছেন গোয়ান্দা পুলিশের কর্মকর্তারা। তারা বলেন, শিমুল আরও জানিয়েছে, হত্যার পর কয়েক ধাপে আনোয়ারুল আজিমের দেহের বিভিন্ন অংশ লাগেজে ভরে সরিয়ে ফেলা হয়। সিসিটিভি ফুটেজেও সেই দৃশ্য ধরা পরে।
সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যার পরিকল্পনা অনুযায়ী আগেই কলকাতার নিউটাউনে একটি ফ্ল্যাট ভাড়া নেয় অপরাধীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৩ মে ফ্ল্যাটটিতে প্রবেশ করেন এমপি আনোয়ারুল আজিম আনারসহ ডিবির হাতে গ্রেপ্তার হওয়া শিমুল। ছিলেন ফয়সাল নামে একজনও, যাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দেখা যায় একটি বড় লাগেজ নিয়ে বের হচ্ছেন শিমুল।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার হওয়া শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর কয়েক ধাপে লাগেজে করে তার শরীরের বিভিন্ন অংশ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ইতোমধ্যে গোয়েন্দারের হাতে গ্রেপ্তার হয়েছেন সেলেস্তা রহমান নামে এক নারীও। অপরাধ জগতের মানুষের সঙ্গে তার ঘনিষ্টতা রয়েছে। পড়াশোনায় বেশিদূর এগোননি, তবে আন্ডার ওয়ার্ল্ডে তার নিবিড় বিচরণের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেলেস্তা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন পলাতক আখতারুজ্জামান শাহীনের বান্ধবী বলে জানতে পেরেছেন তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, হত্যা পরিকল্পনার অংশ হিসেবে তিনিও ঘটনাস্থলে ছিলেন।