নাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু
গোপাল ভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে নাটোরে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। আজ শনিবার (২৫ মে) সকালে জেলার সদর উপজেলার কামারদিয়ার এলাকার আম চাষি শাহ আলমের আমবাগান থেকে আনুষ্ঠানিকভাবে এ আম সংগ্রহ শুরু হয়।
আম সংগ্রহের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। এ সময় জেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার নাটোর জেলার পাঁচ হাজার ৭১৮ হেক্টর জমির বাগান থেকে ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কমে ৭৪ হাজার মেট্রিক টন আশা করছে কৃষি বিভাগ।
জেলায় গত ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহ শুরু হয়। সেগুলো বিভিন্ন কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান আচার তৈরির কাজে ব্যবহার করছে।