গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি: ফারজানা শারমিন

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের সদস্য অ্যাড. ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের পথ উত্তরণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিএনপি। যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুসংগঠিত হয়ে মাঠে কাজ করে যাচ্ছি।
আজ শনিবার (২৯ মার্চ) নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিবাদ সরকারের বিদায় ঘটিয়েছি। ঐক্য গঠনের মাধ্যমে আমরা যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক একই ঐক্য ও মত নিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় এদেশের নাগরিকদের নিয়ে কাজ করছি। সেই প্রত্যয় আমাদের মধ্যে থাকতে হবে। এজন্য আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে।’
এসময় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।