রাজধানীর সড়কে পানি জমলে জানাতে বলেছে দুই সিটি করপোরেশন
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে রাজধানীর কোনো সড়কে পানি জমে থাকলে হটলাইন নম্বরে জানানোর জন্য বলেছে দুই সিটি করপোরেশন। আজ সোমবার (২৭ মে) দুই সিটি করপোরেশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃষ্টিতে উত্তর সিটি করপোরেশন এলাকার কোথাও জলাবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হটলাইন ১৬১০৬ নম্বরে জানানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবজনিত বৃষ্টিপাতের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
রিমাল ও পরবর্তী ঝড়ে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি সড়কে গাছ পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। রাজধানীতে বড় দুর্ঘটনার খবর না মিললেও ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। এদিকে, ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে ছয় জেলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।