ডেঙ্গুর প্রকোপ বাড়ার ইঙ্গিত মেয়র আতিকের
হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ এমন আবহাওয়ায় আগামী কয়েক মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়বে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার (২৮ মে) সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘অষ্টম আরবান ডায়ালগ-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ কথা জানান তিনি।
মেয়র আতিক বলেন, আগামী কয়েক মাস এমন রোদ-বৃষ্টির আবহাওয়া থাকবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ধরনের আবহাওয়া এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী। এ সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাজধানীর খালগুলোতে মশার চাষ করা হয় উল্লেখ করে আতিক বলেন, খালে এমন কোনো ময়লা নেই যা ফেলা হয় না। বিগত কয়েক মাসে রাজধানীর খাল পরিষ্কার করে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। ফ্রিজ, টিভি, জাজিম, বাথটাব, এমনকি পরিত্যক্ত রিকশা পর্যন্ত খালে ফেলা হয়েছে। এসব খালে অভিজাতদের বাড়ির পয়ঃনিষ্কাশন বর্জ্য ফেলা হয়। বর্জ্য ফেলে বদ্ধ হয়ে যাওয়া খালে জন্ম নেয় এডিস মশা, প্রাদুর্ভাব দেখা দেয় ডেঙ্গুর।
বাসা-বাড়িতে পানি জমা করে রাখা হয় যাতে জন্ম নেয় এডিস মশা। দুই বিল্ডিংয়ের মাঝে ময়লা ফেলে, পানি জমিয়ে এডিস মশার বংশবৃদ্ধির ব্যবস্থা খোদ নগরবাসী করে দিচ্ছেন উল্লেখ করে উত্তরের মেয়র বলেন, এডিস মশার বংশবৃদ্ধিতে জেনে বা না জেনে যারা সহযোগিতা করছেন বিগত সময় থেকে এখন পর্যন্ত তাদের চার কোটি টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু জরিমানা করার পরেও আশানুরূপ ফল পাওয়া যায়নি।