ঘূর্ণিঝড় রিমালের আঘাতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে : এনডিআরসিসি
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় সাত জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রামে একজন করে, বরিশালে তিনজন, পটুয়াখালীতে তিনজন, পিরোজপুরে চারজন ও ভোলায় ৩ জনের মৃত্যু হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন (এনডিআরসিসি) গতকাল বুধবার (২৯ মে) ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে দেওয়া তথ্যে এ কথা জানায়।
এনডিআরসিসি আরও জানায়, রিমালের আঘাতে দেশের ১৯টি জেলায় দুর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ১১ লাখ এবং পিরোজপুরে ৯ লাখ মানুষ। এ ছাড়াও রিমালের আঘাতে ৪০ হাজার ৩৩৮টি ঘর-বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও এক লাখ ৩৩ হাজার ৫২৮টি ঘর-বাড়ি।
রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ১৯টি জেলার মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও শরীয়তপুর। এর মধ্যে খুলনার ১০, সাতক্ষীরার সাত, বাগেরহাটের ৯, ঝালকাঠির চার, বরিশালের ১০, পটুয়াখালীর আট, পিরোজপুরের সাত, বরগুনার ছয়, ভোলার সাত, ফেনীর এক, কক্সবাজারের ৯, চট্টগ্রামের ১৫, নোয়াখালীর পাঁচ, লক্ষীপুরের পাঁচ, নড়াইলের এক, গোপালগঞ্জের পাঁচ, যশোরের চার এবং শরীয়তপুরের ছয়টি উপজেলাসহ মোট ১১৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।