লকার থেকে স্বর্ণ গায়েবের ঘটনা তদন্তে নেমেছে ইসলামী ব্যাংক
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ভল্টের একটি লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করছে। তবে, এখনো মামলা করেননি গ্রাহক।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৯ মে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চকবাজার শাখার গ্রাহক রোকেয়া বারী ব্যাংকে রাখা কিছু স্বর্ণ আনতে যান। ব্যাংকে গিয়ে তার নির্ধারিত লকার খোলা ও লকার থেকে প্রায় ১৪৯ ভরি স্বর্ণ কম পান। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তাদের অবহিত করে চকবাজার থানায় জানান গ্রাহক রোকেয়া বারী। এ ব্যাপারে আগামী রোববার আদালতে মামলার করবেন বলে জানান রোকেয়া।
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, আমরা আগেও বলেছি এজাহার দিতে। কিন্তু তারা দেয়নি। রোববার রাতে ওই গ্রাহক থানায় এসেছিলেন। তবে তিনি কোনো অভিযোগ দেননি।
এদিকে, স্বর্ণ গায়েবের ঘটনা প্রকাশের পর ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। তবে, লকার অক্ষত দেখে ফিরে যান তারা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, লকারের বিকল্প কোনো চাবি নেই। গ্রাহক নিজেই লকার খুলে স্বর্ণ টাকা কাগজপত্র জমা রাখেন।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের অভিযোগ আমলে নিয়ে কয়েকদিনের মধ্যে একটি ব্যবস্থা নেওয়ার কথা জানান। আর লকার থেকে স্বর্ণ চুরির ঘটনা প্রমাণিত হলে ইন্সুরেন্স বাবদ দুই লাখ টাকা পাবেন ক্ষতিপূরণ পাবেন গ্রাহক রোকেয়া বারী।