চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনি খেলেন ছাত্রলীগনেতা
রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগের সাবেক এক নেতা ও তাঁর এক সহযোগী গণপিটুনির শিকার হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুজন হলেন মো. মেহেদী হাসান ও শহিদুল ইসলাম। পুলিশ বলছে, মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রলীগের সাবেক নেতা। শহিদুল তাঁর সহযোগী। চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. মাহবুব-উজ জামান আজ সোমবার (৩ জুন) সকালে সাংবাদিকদের বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মেহেদী ও শহিদুল পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি করতে যান। কাঁচাবাজারের ব্যবসায়ীরা একত্র হয়ে দুজনকে আটক করেন। তাঁরা দুজনকে গণপিটুনি দেন। পরে তাঁদের চকবাজার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
চাঁদাবাজির অভিযোগে পলাশী কাঁচাবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে চকবাজার থানায় মেহেদী ও শহিদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। চকবাজার থানা-পুলিশ জানায়, এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ও শহিদুল প্রায় প্রতিদিন পলাশী কাঁচাবাজারে গিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।