চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, ভিডিও সামাজিক মাধ্যমে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/04/nasingdi_pic_1.jpg)
নরসিংদীতে প্রকাশ্যে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ভিডিও ছড়িয়ে পড়েছে যোগাযোগ মাধ্যমে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের জেলখানা মোড়ে হামিদ খান মার্কেটের মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেন ওই ব্যবসায়ী।
ব্যবসায়ী মুহিদ মোল্লা বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে।
মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা বলেন, ‘চিনিশপুর ইউনিয়নের কামাল ভুঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি-ধমকি দিয়ে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় গতকাল বিকেলে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য বেঁচে যাই। আমি এর বিচার চাই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোল্লা ট্রেডার্সের সামনে লাল টি-শার্ট পরা দুই যুবকসহ কিছুসংখ্যক মানুষের জটলা। দোকানের ভেতরেও কিছুসংখ্যক মানুষ। এর মধ্যে দোকান বরাবর গিয়ে লাল গেঞ্জি পরা যুবক দোকানের ভেতর লক্ষ্য করে গুলি করছে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ একজন গুলিবর্ষণকারী উত্তেজিত যুবককে থামানোর চেষ্টা করে। পরে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
মোল্লা ট্রেডার্সের ম্যানেজার সাখাওয়াত হোসেন রাজু বলেন, ‘আমরা দোকানে মালামাল বিক্রি করছিলাম। রবিউল প্রকাশ্যে দোকানে এসে গুলি ছোড়ে। অল্পের জন্য মুহিদ বেচেঁ যান। আমরা সবাই আতঙ্কে আছি।’
এ ঘটনায় রাতেই মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তা আমরা বিশ্লেষণ করছি। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’