মাদক সেবনের দায়ে ছাত্রলীগনেতাসহ দুই যুবককে সাজা
গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তানভীর ইসলাম বাঁধনসহ (২৭) দুই যুবককে মাদক সেবনের অপরাধে দুই দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। গতকাল শনিবার (৮ মে) দিনগত রাতে ভ্রাম্যামাণ আদালত এ সাজা দেন।
কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত তানভীর ইসলাম বাঁধন হাজরা সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলামের ছেলে। অপর সাজাপ্রাপ্ত জয়ন্ত সাহা (২৮) ঘাঘর বাজারের দুলাল সাহার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ঘাগর বাজারে দুলাল সাহার ঘরে তানভীর ইসলাম বাঁধন ও জয়ন্ত সাহা মাদক সেবন করছিলেন। এ সময় তাঁরা উচ্চস্বরে গান-বাজনা করে গণউপদ্রব সৃষ্টি করেন। ফলে তানভীর ইসলাম বাঁধন ও জয়ন্ত সাহাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই দিনের সাজা দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।