রাসেল ভাইপার আতঙ্কে মানিকগঞ্জের চরাঞ্চলবাসী
বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। সম্প্রতি বাংলাদেশের কিছু অঞ্চলে বেড়েছে এ সাপের আনাগোনা। রাসেল ভাইপারের দংশনে যেমন প্রাণ হারিয়েছেন অনেকে, আতঙ্কেও আছেন দেশের অনেক অঞ্চলের মানুষ। তেমনি এ সাপের আতঙ্কে আছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর চরবাসী।
সম্প্রতি রাসেল ভাইপারের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চরের এনায়েতপুর এলাকার এক কৃষক। ধান খেতে সাপটি দেখতে পেয়ে মেরে ফেলেন স্থানীয়রা। চরের মানুষের কাছে এখন সর্বদা আতঙ্কের এক নাম রাসেল ভাইপার।
মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বিষধর সাপের দংশনে গত তিন মাসে এখানে মারা গেছে পাঁচজন। স্থানীয়দের হাতে মারা পড়েছে বেশ কয়েকটি সাপ। জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ও আজিমনগর ইউনিয়নে এ সাপের উপদ্রব সবচেয়ে বেশি।
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কচুরিপানা অথবা অন্য কোনোভাবে রাসেল ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে এসেছে। বিষয়টি নিয়ে নড়েচড়েও বসেছে স্থানীয় প্রশাসন।
এদিকে, হরিরামপুরের চরাঞ্চলে কোনো হাসপাতাল না থাকায় সাপে কাটা রোগীদের প্রধান ভরসা ঝাঁড় ফুঁকে। কিন্তু এসবের পেছনে সময় নষ্ট না করে সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না।
রাসেল ভাইপারের সাপের আরেক নাম চন্দ্রবোড়া। দেশের অন্যতম বিষধর এই সাপ ডিমের পরিবর্তে সরাসরি বাচ্চা দিয়ে থাকে।