রাজবাড়ী সদর হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
রাজবাড়ী জেলা কারাগারের সাজাপ্রাপ্ত আসামি নাজিরুল হক (৫৬) সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার কাইমুদ্দিনপাড়ায়। আজ মঙ্গলবার (১১ জুন) সকালে জেলা কারাগার থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, আজ সকালে জেলা কারাগার থেকে নাজিরুল হক নামে অসুস্থ অবস্থায় এক আসামিকে পুলিশ হাসপাতালে এনে ভর্তি করে। তিনি শ্বাসকষ্ট ও অতিমাত্রায় ডায়াবেটিসে আক্রান্ত ছিলেণ। ভর্তি হলে তাঁকে ৪০ মিনিট চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হতে থাকলে জরুরি ভিত্তিতে বেলা ১১টা ২০ মিনিটে ফরিদপুর মেডিকেল ক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর রাজবাড়ী থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। পরে আবার তাকে সদর হাসপাতালে আনা হয়।
রাজবাড়ী পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, রাজবাড়ী জেলা কারাগারে নাজিরুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হতে থাকলে পুরনায় সদর হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী জেলা কারাগার সূত্র জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারি জমিজমা সংক্রান্ত দলিল হস্তান্তর আইনের একটি মামলায় নাজিরুল হকের এক বছরের সাজা হয়। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠান।