লিবিয়া প্রবাসী দুই জিম্মি ও মুক্তিপণের চার লাখ টাকা উদ্ধার
পাবনার লিবিয়া প্রবাসী দুই জিম্মি এবং মুক্তিপণের চার লাখ টাকা পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) রাতে পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসি এই তথ্য জানান।
এর আগে অপহরণকারী চক্রের বাংলাদেশি দুই সহযোগীকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
পাবনা শহরের রামানন্দপুর এলাকার মামুন (৪০) চার বছর ধরে লিবিয়ার সিটি খলিফা নামক স্থানে দরজির দোকান নিয়ে ব্যবসা করে আসছেন। গত ১৪ মে সকালে অজ্ঞাত ইমো নম্বর থেকে মামুনের স্ত্রীকে জানানো হয় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। ‘জীবিত ফেরত চাইলে তাদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অপহরনকারীরা বাংলাদেশি বিকাশ নম্বর দিলে মামুনের স্বজনরা বিভিন্ন নম্বরে ১০ লাখ টাকা দেন। ১০ লাখ টাকা পেয়ে অপহরণকারীরা আরও ১৫ লাখ টাকা দাবি করে। এরপর মামুনের স্বজনরা পাবনায় পুলিশকে জানালে ডিবি পুলিশ অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে অপহরণকারীর সহযোগী হাবিবুর রহমান সুমন (৩০) ও রবিউল আ্ওয়াল রবিকে (২৮)চাঁদপুর থেকে গ্রেপ্তার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মামুনকে উদ্ধার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যদের কাছ থেকে চার লাখ টাকাও উদ্ধার করা হয়। একই ভাবে পুলিশ জানতে পারে পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মুন্নাফ নামের এক লিবিয়া প্রবাসী অপহরণ হয়েছেন। একই ভাবে পুলিশ তৎপরতা চালিয়ে তাঁকেও উদ্ধার করে।