গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকচালকসহ দুজনের মৃত্যু
গোপালগঞ্জে বাস, প্রাইভেটকার ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে মো. রাজীব শেখ (২২) ও তার আপন চাচা সাহেব আলী শেখ (৫০) নিহত হয়েছেন। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের শুকুর আলী শেখের ছেলে ইজিবাইকচালক রাজিব শেখ এবং নিহতের চাচা মৃত কুটিমিয়া শেখের ছেলে সাহেব আলী শেখ।
আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে জান্নাতি ও হাবিবা নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই (উপ-পরিদর্শক) এম এ নোমান জানান, সকাল সোয়া ১০টার দিকে মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদারীপুর পরিবহণের একটি বাস চরপ্রসন্নদি এলাকায় যাত্রিবাহী একটি ব্যাটারিচালিত ইজি বাইককে ধাক্কা দেয়। ইজি বাইকটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। ফলে বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও প্রাইভেটকার রাস্তার পাশে ছিটকে পড়ে। ফলে ইজিবাইকটি সম্পূর্ণ এবং বাস ও প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইক যাত্রী সাহেব আলী শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। মারাত্মক আহত জান্নাতি ও হাবিবাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।