বন্যা মোকাবিলায় নদী খননে স্থায়ী উদ্যোগ নেওয়া হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বারবার বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে নদী খননে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য স্থায়ী উদ্যোগ নেওয়া হবে। দেশে ৯টি ড্রেজিং স্টেশন স্থাপন করে নিয়মিতভাবে নদীর চর অপসারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে। নদীর নগরী অংশে পলিথিন ও অপচনশীল আবর্জনা থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। এজন্য প্রকৌশলীদের সঙ্গে আলাপ করে দ্রুত সুরমা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে। এছাড়া কিশোরগঞ্জের মিঠামইনে সড়কের নিচ দিয়ে পানি চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।