সিলেটে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। রাত দশটার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকার একটি দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুই ব্যক্তির তর্কবিতর্ক হয়। পরে দুজনের পক্ষ-বিপক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। সন্ধ্যা সাতটার দিকে প্রায় এক ঘণ্টা বর্ণি এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।
রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি, বর্ণি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম ঘটনাস্থল থেকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা মিলে সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও কোন পক্ষই থামছে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে ছোট্ট একটি বিষয়ে নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় লোকজন। সেনাবাহিনীর সহায়তা নিয়ে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।