মুন্সীগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের
মুন্সীগঞ্জের ঢাকা-বান্দুরা সড়কের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আজ শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার শেখেন নগর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন–শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে।
পুলিশ জানায়, নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের চিকিৎসা চলছে।
শেখেন নগর তদন্তকেন্দ্রের এসআই জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’