দৌলতদিয়া ঘাটে বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ
রাজবাড়ীতে দৌলতদিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের। আজ শনিবার (২২ জুন) সকাল থেকে ফেরিতে ও লঞ্চে করে পারাপার করছেন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে বেড়েছে যাত্রীদের চাপ।
জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান গার্মেন্টসগুলোর ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। ফেরি ও লঞ্চগুলোতে কর্মজীবী এসব কর্মীদের চাপ সবচেয়ে বেশি। গার্মেন্টসকর্মী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষ দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন।
পোশাককর্মীরা জানায়, কাজে যোগ দিতে কর্মস্থলে ফিরছেন তারা। মহাসড়কে দূরপাল্লার যানবাহন ও স্থানীয় ছোট ছোট যানবাহনগুলোতে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নোরুটে আজ যানবাহন ও যাত্রী পারাপারের সংখ্যা বেশি। বর্তমানে নৌবহরে থাকা ১৮টি ফেরি দিয়ে এ রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।