সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/sirajganj.jpg)
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ইমরুল কায়েস (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল কায়েসের বাড়ি উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কালীবাড়িতে। তিনি স্থানীয় হাফিজা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, সন্ধ্যায় ইমরুল কায়েস মোটরসাইকেলযোগে পাচলিয়া থেকে সিরাজগঞ্জ রোডের দিকে আসছিলেন। তিনি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ধোপাকান্দি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাঁকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আজ সারাদিন মহাসড়ক নিয়ে ব্যস্ত ছিলাম। মরদেহ পরিবার নিয়ে চলে গেছে। মহাসড়কের সিসি টিভি ফুটেজ দেখে যানবাহন শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাপায় ইমরুল কায়েস নিহত হয়েছেন।