টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/25/gopalganj_news_pic.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শ্রদ্ধা জানিয়েছেন। আজ মঙ্গলবার (২৫ জুন ) দুপুর ১টা ৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সামরিক কায়দায় জানানো হয় সশস্ত্র সালাম। বেজে ওঠে বিউগল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নবনিযুক্ত সেনাপ্রধান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেনাপ্রধান বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, টু্ঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মো. ইলিয়াস হোসেন, সামরিক সচিব, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও যশোর এরিয়ায় কর্মরত কর্মকর্তা, সেনা বাহিনী প্রধানের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।