হিলিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রাণবন্ত আলোচনা সভা, কেককাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩ জুলাই) দুপুর ১২টায় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এনটিভিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কথা বলেন হিলি স্থলবন্দরের ভাঙ্গা-চোরা রাস্তা দ্রুত মেরামত ও নির্মাণ, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে। ফলে প্রাণবন্ত হয়ে উঠে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় শাহীনুর রেজা ও পারুল নাহার, থানার ওসি দুলাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) এ এস এম জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।
বক্তারা বলেন, এনটিভি দেশ ও বিশ্বের বাংলাভাষী মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিদিন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারসহ মানুষের কথা ও সম্ভাবনা তুলে ধরছে। ফলে এনটিভি একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা করেন অনুষ্ঠানে অংশ নেওয়া সুধীজনরা।
বক্তারা আরও বলেন, হিলি স্থলবন্দরে চার লেন রাস্তা উন্নয়নকাজ করা হলেও মাঝপথে এসে কাজ ফেলে রাখা হয়েছে। ঠিকাদারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সরকারেরও তেমন সুদৃষ্টি নেই। এতে বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহণ ব্যহত হচ্ছে। এ ছাড়া রেল স্টেশনে ট্রেন থামানোসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এসব সমস্যার সংবাদ এনটিভি তুলে ধরবে বলেও আশা করেন তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ছাত্র, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে অতিথিরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায়ও অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে এসে শেষ হয়।