নানা আয়োজনে খুলনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এগিয়ে চলা জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি ২২ বছরে পা রেখেছে বুধবার (৩ জুলাই)। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের ব্যয় কমিয়ে সেই অর্থ বন্যাদুর্গত এলাকায় পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনার প্রবীনতম সাংবাদিক অ্যাডভোকেট মনিরুল হুদাকে কেক মুখে তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কেক কাটা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, পুলিশ সুপার (এসপি) খুলনা প্রতিনিধি, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, কৃষক লীগ সভাপতি শ্যামল সিংহ রায়, নাগরিক নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ আকন্দ পম্পি, নিরাপদ সড়কের শিরিন আক্তার, ডুমুরিয়ার কাজী ওয়াহিদুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, টিভি রিপোর্টাস ইউনিট, ফটোগ্রাফার অ্যাসোসিশন, ‘আমরা আদি খুলনাবাসী’সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ হতে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মোতাহার রহমান বাবু, গৌরাঙ্গ নন্দী, মুন্সী মাহবুব আলম সোহাগ, এস এম হাবীব, মাল্লিক শুধাংশু, তরিকুল ইসলাম, সুলিল দাস, শেখ আল এহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ হেদায়েদ হোসেন, শামীমুজ্জামান, আমিরুল ইসলাম, এনটিভির দর্শক ফোরামের আহ্বায়ক হুমায়ুন কবীর বাবুল, সদস্য সচিব তরিকুল ইসলাম তরিকসহ অন্যান্যরা।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালক শেখ সোহেল মোবাইল ফোনে এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে অভিনন্দন জানান এবং এনটিভির অগ্রযাত্রা কামনা করেন।