নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
নেত্রকোনায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২২ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুন খন্দকার।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস।
নেত্রকোনা জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবীবুর রহমান, সিনিয়র সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পাল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম (পিপিএম)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক আরটিভি প্রতিনিধি এম মুখলেছুর রহমান খান, দৈনিক মানবজমিনের প্রতিনিধি কবীর হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আবদুল্লাহ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ছড়াকার সঞ্জয় সরকার, যমুনা টিভি প্রতিনিধি কামাল হোসেন, ৭১ টিভির প্রতিনিধি সুব্রত সরকার সুমনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এনটিভি বিগত ২১ বছরে বিভিন্ন অনুষ্ঠান এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের মন জয় করেছে। এ ছাড়াও এনটিভি মানুষের দুঃখ-দুর্দশা, অন্যায়-অবিচার, সাফল্য-সম্ভাবনা, আনন্দ-উৎসব তুলে ধরেছে। তাছাড়া বিভিন্ন নাটক, রিয়েলিটি শো, টকশোসহ নানান অনুষ্ঠান মানুষের কাছে এনটিভিকে আরও জনপ্রিয় করে তুলেছে। তাই আগামীতেও দুর্যোগ-দুর্ভোগে মানুষের পাশে থাকবে এনটিভি।