ধামরাইয়ে রথ উৎসব আজ, ব্যাপক প্রস্তুতি সম্পন্ন
সাভারের ধামরাইয়ে ৩৫২ বছরের ঐতিহ্যবাহী রথ উৎসব আজ। এ উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগমে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
রথযাত্রার স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ছাড়াও বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
মো. আব্দুল্লাহিল কাফী জানান, উৎসবে স্বাস্থমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার ছাড়াও ভারতসহ সারা দেশ থেকে পূণ্যার্থীরা অংশ নেবেন। তাই এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথীতে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। এ উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করেছে উৎসব কর্তৃপক্ষ।
রথযাত্রা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আজ রোববার বিকেল সোয়া ৫টায় রথ টান দেওয়া হবে। এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রা উৎসবে।