ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ স্পর্শে দুই শ্রমিকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/07/brahmanbaria_death_pic_1.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎ স্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎ স্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কুমিল্লা- সিলেট মহাসড়কে উপজেলার মনকাসাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫) ও একই এলাকার বাপ্পি (২৬)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণকাজের জন্য সকাল থেকে সড়কের দুই পাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কেটে রাখা কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে। এতে তারা দুজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে সুরতাহাল সম্পন্ন করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।