মুন্সীগঞ্জে পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দিয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়কে বসে সড়ক অবরোধ করে রাখার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পদ্মা সেতু উত্তর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’