কারাগার থেকে পালানো আরও চার জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ করে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের মধ্যে জুয়েল ভুইয়া (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গীর মধ্যে দুই নারীকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, একজনকে নারায়ণঞ্জের সোনারগাঁও থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) গ্রেপ্তার করে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার বরুয়া এলাকা থেকে জুয়েল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তার জুয়েল শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা গত ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটায়।
এসময় তারা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে। কারাগারে থাকা ৮২৬ আসামিকেও ছেড়ে দেয়। লুট হওয়া ৮৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ২০টি চায়না রাইফেল, ১৫টি রাইফেল এবং ১০টি শর্টগানসহ মোট ৪৫টি অস্ত্র এবং এক হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুইটি মামলাসহ পৃথক ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া এখন পর্যন্ত আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদী আত্মসমর্পণ করেছেন।