যাত্রাবাড়ীতে দুই পুলিশকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুই পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
ডিবি প্রধান বলেন, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে আছেন শিবিরকর্মী আবু বক্করসহ ইরফান, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেক। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরাসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যাত্রাবাড়ীর রায়েরবাগে অবস্থান করে। এ ছাড়া মাসুদ রানার উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইরফান ও বক্কর আরও কয়েকটি দল নিয়ে এসে তার সঙ্গে যোগ দেয়। মাসুদ রানার নেতৃত্বে তারা রায়েরবাগ-শনির আখড়া এলাকায় অগ্নিসংযোগ এবং মসজিদের মাইকে গুজব ছড়ানো, থানা আক্রমণ এবং পুলিশ হত্যায় সক্রিয় অংশগ্রহণ করে। ছাত্রদলনেতা মাসুদের নেতৃত্বে গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রায়েরবাগ শনিরআখড়া এলাকায় পুলিশের দুই সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যায় শিবিরের সক্রিয় কর্মীরাও অংশ নেন।
হারুন অর রশীদ বলেন, পুলিশ পিটিয়ে মারা হলে পুলিশ ভয় পাবে, পুলিশের মনোবল ভেঙে যাবে ভেবে পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে।