সরকারি বিল দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০
মৌলভীবাজারে সরকারি বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ রোববার (২৮ জুলাই) সকালে জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আজ রোববার সকালে কুমুদপুর গ্রামের মনর মিয়া দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিলের পাশে অবস্থান করছিলেন। এসময় একই এলাকার লেবাস মিয়াও দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে যান। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কে এম নজরুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘদিন থেকে মনর মিয়া ও লেবাস মিয়ার মধ্যে বিলের দখল নিয়ে বিরোধ চলে আসছে। একাধিক মামলাও রয়েছে। এর আগে ২০১৬ সালে উক্ত বিল দখল নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়।