প্রত্যেক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য ৫ জিবি ডাটার সিদ্ধান্ত
আজ রোববারই (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। যদিও গতিতে কিছুটা তারতম্য ঘটছে বলে জানিয়েছেন অনেকে। তবে, মেয়াদোত্তীর্ণ ইন্টারনেট ডাটা নিয়ে এতদিনের যে দুশ্চিন্তায় ছিলেন ব্যবহারকারীরা, তার একটি সমাধানও মিলেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বক্তব্যে। তিনি বলেছেন, গ্রাহকদের ক্ষতির কথা চিন্তা করে তিন দিন মেয়াদে পাঁচ জিবি করে পাবেন তারা।
সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল টেলিকম অপারেটরদের সঙ্গে সভা শেষে জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানান। তিনি বলেন, আজ বিকেল ৩টায় মোবাইল ফোর-জি ইন্টারনেট সেবা পুনঃস্থাপন করব ইনশা আল্লাহ এবং আমাদের গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটি সিদ্ধান্তে এসেছি যে, তিন দিনের জন্য পাঁচ জিবি করে ডাটা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো ২০০ এমবি ছিল, সেও পাবে ফাইভ জিবি; আবার যার হয়তো ৫ জিবি সাত দিনের জন্য ছিল, সেও তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস পাবে।
আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে, যেটা সব গ্রাহকের জন্যই হয়তো উপকারে লাগবে এবং আমরা যৌক্তিক বলে মনে করেছি এবং এটাই আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের নির্দেশ দিয়েছি, তারা যেন চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজ ৩টার পর থেকে তারা মোবাইলে ফোর-জি নেটওয়ার্কটা পুনঃস্থাপন করেন এবং পাশাপাশি তিন দিনের জন্য পাঁচ জিবি করে ডাটা সবাইকে বোনাস হিসেবে দেয়।