রাজধানীজুড়ে জড়ো হচ্ছেন বিক্ষুব্ধরা, সতর্ক অবস্থানে পুলিশ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশ। এমন অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও সমন্বয়কদের পক্ষ থেকে এই প্রস্তাবকে ‘না’ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচি পালন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ আন্দোলনে সমর্থন করছেন এমন মানুষ জড়ো হওয়ার চেষ্টা করছেন। এ বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে সর্তক অবস্থান নিয়েছে পুলিশ। একইসঙ্গে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট, আফতাবনগর, পল্টন ও প্রেসক্লাব, আজিমপুর, কাঁটাবনসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের সর্তক অবস্থান নিতে দেখা গেছে। বিপরীতে এসব স্থানের আশপাশে শিক্ষার্থীরাও অবস্থান নিয়েছেন। আফতাবনগরে ইতোমধ্যে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন আওয়ামী সমর্থিত নীল দলের শিক্ষকরা।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। প্রয়োজনে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার (ডিসি) নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, ‘পরিস্থিতি যেন আর ও খারাপ দিকে না যায়, সেদিকে আমাদের নজর রয়েছে। ফলে, আমার দায়িত্বরত এলাকায় আজ অনেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং শিক্ষার্থী দেরহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। নীলদলের এ শিক্ষকরা একটি মিছিল নিয়ে টিএসসিতে অবস্থান নিয়েছেন।
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দান, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, স্টেট, গ্রিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, মানারাত ইন্টারন্যাশনাল ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা।
একই সময়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আফতাবনগর এলাকায় কর্মসূচি পালন করবেন।
উত্তরা বিএনএস সেন্টারের সামনে আইইউবিএটি, বিইউএফটি, শান্তা মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, রাজউক কলেজ, উত্তরা হাই স্কুল, মাইলস্টোন কলেজ, ট্রাস্ট কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।