সিলেটে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা
সিলেটে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। আজ শনিবার (৩ জুলাই) বিকেল পাঁচটার পর দফায় দফায় সংঘর্ষে আম্বরখানা থেকে বন্দরবাজার সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছুঁড়ে। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশ সাংবাদিকসহ আহত হন অনেকে।
সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন সড়কে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও বিক্ষোভকারীরা। এর আগে চৌহাট্টায় শহীদ মিনারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এসময় আশে পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।
বিক্ষোভে শিক্ষার্থী ছাড়াও নানান শ্রেণিপেশা ও বয়সের মানুষ অংশ নিয়েছেন। আতংকে দোকানপাট বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।
দুপুর দুইটার দিকে শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে চৌহাট্টা-জিন্দাবাহার সড়ক অবরোধ করে রাখেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বিক্ষোভকারীর সংখ্যা। বিক্ষোভে যোগ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।
এদিকে আটক শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষাঙ্গনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা ও দেশব্যাপি হত্যা বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন সিলেটের সচেতন সমাজ, অভিভাবক ও শিক্ষকরা। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশের আইনশৃঙ্খলা বাহিনী যথন আমার সন্তানের ওপর গুলি চালায় তখন আর ঘরে বসে থাকা যায় না। এই হত্যা ও আতংকের দায় সরকারকে নিতে হবে।
দেশব্যাপি সংঘটিত সব হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেন মানববন্ধনে সমবেত শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।