শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ আইন ভঙ্গ করলে পুলিশকে পিআরবি অনুযায়ী ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার (৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মো. মোরসেদ ও ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।
গত সোমবার (২৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন পিতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ তৃতীয় দিনের শুনানির জন্য পরদিন বুধবার ধার্য করেছিলেন। কিন্তু ওইদিন বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় ওই দিন শুনানি হয়নি। রিটে প্রথম দিন শুনানির পর রিটের আরজি সংশোধন করতে বলেন আদালত। পরে সে অনুযায়ী রুলের আরজি সংশোধন করা হয়।