বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ
সরকারের জারি করা অনির্দিষ্টকালের কারফিউ প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারা আজ সোমবার (৫ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘এক দফা ঘোষণার পর তাদের কোনো আদেশ বৈধ নয়। তাই সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত কারফিউ অকার্যকর ঘোষণা করা হয়েছে।’
ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সরকার রোববার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীসহ দেশে বিভিন্ন অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের এক দফা দাবি আদায়ে মঙ্গলবারে পদযাত্রা কর্মসূচি এবং সোমবার বিক্ষোভ ও গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। পরে শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির মঙ্গলবার থেকে একদিন এগিয়ে সোমবার নির্ধারণ করে।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মের সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের কর্মসূচি ঘোষণা করেন। তারা তাদের কর্মসূচি সফল করতে শিক্ষার্থী, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান। এ ছাড়া সব এলাকা, গ্রাম, উপজেলা ও জেলায় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি করে ‘সংগ্রাম কমিটি’ গঠনের আহ্বান জানানো হয়।