মা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/05/shekh_haasinaa_o_sjiib_oyyaajed_jyy.jpg)
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তাঁর কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।’
আজ সোমবার (৫ আগস্ট) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।