দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে ‘শান্ত থাকা ও ধৈর্য ধরার’ আহ্বান জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতথ্য জানান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকা এবং ধৈর্য্য ধারার আহ্বান জানিয়েছেন। আপনার দেশ, জানমাল রক্ষায় ধৈর্য ধরুন, শান্ত থাকুন।
আজ সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি এই মুহূর্তে দেশবাসীসহ রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, আপনার শান্ত থাকুন, ধৈর্য ধরুন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়েছে। ওখানে আমরা বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদেরকে মুক্তি দিতে হবে। রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।
ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের বিজয়, সাফল্য বড় অর্জন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।