বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে

বঙ্গভবন। ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের প্রতিনিধিদল। তাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে যান।