সুনামগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
সুনামগঞ্জে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম এন মুর্শেদ। আজ শুক্রবার নিজ কার্যালয়ে ডেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুক্ত সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্র আন্দোলন শুরুর পর থেকে তাদের সংহতি জানানো গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা জানান, আন্দোলনের সময় পুলিশের পক্ষ থেকে ছাত্রদের সঙ্গে তাদের আচরণ এবং সরাসরি গুলি করা এবং মামলা দিয়ে হয়রানি করাসহ নানা আচরণ করা হয়েছে—যা খুবই খারাপ হয়েছে। দেশ আবারও ঘুরে দাঁড়ালে পুলিশ এইবারের ছাত্রদের আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছে আর যাতে নিরীহ মানুষের সঙ্গে এমন আচরণ না করা হয়। এবং প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করতে পুলিশের সহায়তা কামনা করে।
এ সময় পুলিশ সুপার বলেন, আন্দোলন চলাকালে সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশনা ছিল না। কিন্তু মাঠ পর্যায়ে কিছু অতি উৎসাহী কর্মকর্তা নিজ দায়িত্বে এই অন্যায় আচরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যায় যা কিছু হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আরও বলেন, সরকার পতনের পর ভাঙচুরের দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার কোথাও কোনো পুলিশ সদস্য আক্রান্ত হননি। বরং আমাদের সাহায্য করতে অনেকেই এগিয়ে এসেছেন।
এ সময় আন্দোলন চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর গুলি চালানোর বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
সভায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক করতে ছাত্র সমাজের সহযোগিতা চান পুলিশ সুপার।