থানায় ফিরেছে পুলিশ; কার্যক্রম শুরু কিনা জানেন না ওসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সারা দেশের অধিকাংশ থানায় হামলা হয়। সারাদেশের থানাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশের মধ্য থেকে পুরো বাহিনীর কার্যক্রম নিয়ে সংস্কারের দাবি তোলা হয়। দেওয়া হয় ১১ দফা দাবি।
এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ পুলিশ লাইনসে যান এবং দাবিগুলো বিবেচনা করবেন বলেও জানান।
এর আগে বেশ কিছু থানায় পুলিশ সদস্যরা যোগদান করেছেন এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করেছেন।
আজ সকালে সরেজমিনে নারায়ণগঞ্জ সদর থানায় গিয়ে দেখা যায়, থানার ভিতরে একাধিক পুলিশ সদস্য রয়েছেন। সাংবাদিক পরিচয়ে কথা বলতে গেলে কেউ কোন কথা বলতে রাজি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য এনটিভি অনলাইনকে বলেন, আপনি ওসি স্যারের সাথে কথা বলুন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, আমাদের সকল অফিসারেরা থানায় আছেন।
তাহলে কী থানার কার্যক্রম চলছে এমন প্রশ্ন করতেই ওসি বলেন এটা আমি বলতে পারব না। আপনি এ বিষয়ে আমাদের সিনিয়র স্যারদের সাথে যোগাযোগ করেন।