১৪ ও ১৫ আগস্ট বিএনপির অবস্থান কর্মসূচি, নিহতদের স্মরণে ১৬ আগস্ট দোয়া-প্রার্থনা
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া-প্রার্থনা করা হবে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্প্রীতি সমাবেশ থেকে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রিজভী বলেন, আগামী ১৪ ও ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারাদেশে দলীয় কার্যালয় সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১৬ আগস্ট সারা দেশে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।