দুদক ও বিএফআইইউর সংস্কার দাবি টিআইবির
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তাগিদ দেয় সংস্থাটি।
টিআইবি বলছে, দুর্নীতি ও অর্থপাচার নিয়ন্ত্রণ এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে বিএফআইইউ, দুদক, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের মতো প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই।
টিআইবি আরও জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে বিপুল অঘোষিত সম্পদের তথ্য থাকা স্বত্ত্বেও দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো ব্যবস্থা গ্রহণ করেনি। এ বিষয়টিকে দলীয়করণ ও অকার্যকারিতার নজির হিসেবে উল্লেখ করেছে টিআইবি।