শেখ হাসিনাসহ গণহত্যার নির্দেশদাতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বিদায়ী সরকারের প্রধানমন্ত্রীসহ (শেখ হাসিনা) গণহত্যার নির্দেশদাতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, ঢাকায় এ ধরনের একটি আদালত গঠিত আছে। ছাত্র-জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যার মতো এ মানবতাবিরোধী অপরাধের তদন্ত জাতিসংঘের অধীনে হবে।’
আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশ-বিদেশের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব চাওয়া হয়েছে।’
আসিফ নজরুল বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়ের মধ্যে ছাত্র-জনতার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার করা হবে।