পুলিশের লুট হওয়া ৩০৯ অস্ত্র ও ৬২৫৮ গুলি উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/14/pulish.jpg)
পুলিশ সদর দপ্তর। ফাইল ছবি
শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের থানাগুলোতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পুলিশের অনেক অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে নিয়ে যায়। অবশেষে প্রায় ৯ দিন পর আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩০৯টি অস্ত্র এবং ছয় হাজার ২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সদর দপ্তর জানিয়েছে, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩০৯টি, গোলাবারুদের মধ্যে গুলি ছয় হাজার ২৫৮ রাউন্ড, টিয়ার গ্যাসের শেল ৩১৮টি, টিয়ার গ্যাস গ্রেনেড দুটি এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।