বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদী হয়ে গতকাল শুক্রবার সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচির সময় রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামিরা শিক্ষর্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন। শুক্রবার দিনগত রাতে এই মামলায় রমেশ চন্দ্র সেনকে সদর উপজেলার রুহিয়ায় নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।