সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকধারী একদল পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার সহধর্মিণী অঞ্জলি সেন।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রামনাথের নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে তুলে নিয়ে যায় কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি৷ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী অঞ্জলি সেন৷
অঞ্জলি সেন জানান, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে রাতে রমেশ চন্দ্র সেনকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়৷ কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, তারা কিছু বলেনি৷’
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলমাফুল ইসলাম মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ সদর দপ্তরের একটি টিম। আমরা এ ব্যাপারে আগে থেকে কিছু জানতাম না। উনাকে যখন আটক করতে আসে, তখন আমরা খবর পাই। আমরা ভেবেছিলাম, সংখ্যালঘু সংক্রান্ত কোনো ঝামেলা কিনা। পরে আমরা সাদা পোশাকে সেখানে যাই। গিয়ে দেখি, পুলিশ সদর দপ্তর থেকে তাকে আটক করতে এসেছে।’
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠকের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷