যানজটে বিপর্যস্ত রাজধানী, ভোগান্তিতে যাত্রীরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/19/traffic_jam.jpg)
রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আজ সোমবার (১৯ আগস্ট) ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, সিদ্ধেশ্বরী, মতিঝিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে তীব্র যানজট।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু এবং বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেওয়াদের কারণে যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে শাহবাগের কর্মসূচির প্রভাব পড়েছে আশেপাশের এলাকায়।
গতকাল রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চাপ বেড়েছে। ব্যাপক যানজটের কারণে দীর্ঘ সময় যাত্রীদের একই জায়গায় আটকে থাকতে হচ্ছে। যান চলাচল প্রবাহে অচল অবস্থার মুখোমুখি হয়েছে ঢাকাবাসী।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তুষার বলেন, পল্টন থেকে কারওয়ান বাজার যাচ্ছি। শাহবাগের সড়ক বন্ধ। তাই ঘুরে যেতে হচ্ছে। সড়কে প্রচুর যানজট থাকায় ১৫ মিনিটের গন্তব্যে পৌঁছাতে লাগছে ৪৫ মিনিট।
রাষ্ট্রীয় অতিথিভবন যমুনার সামনের সড়কেও ছিল তীব্র যানজট। বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত পার্থ জানান, শাহবাগ সড়ক বন্ধ। তাই গাড়ি ভিআইপি রোড দিয়ে প্রবেশ করেছে। এই এলাকা সবসময় থাকে যানজট মুক্ত। কিন্তু আজ এখানেও অনেক জ্যাম