আর বৈষম্য চান না বেতারের অনিয়মিত শিল্পীরা
বাংলাদেশ বেতারে চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণ, কর্মকর্তাদের ব্যাচ ভিত্তিক পদোন্নতি এবং বেতারের নিজস্ব মহাপরিচালকের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন বেতারের অনিয়মিত শিল্পী ও কর্মকর্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিতে যোগদানের ১৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পদোন্নতি হয়নি। তাই বৈষম্য দূর করে ব্যাচভিত্তিক পদোন্নতি এবং অনিয়মিত চুক্তিভিত্তিক শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি।
এ সময় আরও বক্তব্য দেন—বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উপবার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সাল কবীর, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার প্রমুখ।