আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই : জয়নুল আবদিন ফারুক
আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের মধ্যে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র রুখে দেওয়াই হবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তারেক রহমানই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।
ভুয়া মুক্তিযোদ্ধার প্রসঙ্গ টেনে ফারুক বলেন, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান ফিরিয়ে দিতে হবে। তাদের অন্তর্ভুক্তি করতে হবে। আর মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা মুক্তিযোদ্ধা বানান লিখতে পারে না, একাত্তরের সময় জন্ম এমন প্রায় ৫৬ হাজার মুক্তিযোদ্ধার চাকরি দিয়ে ২০ হাজার টাকা করে ভাতা নিয়েছেন, অবিলম্বে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে।
অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কূটনৈতিক বিষয়ে যে যেখানে আছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। কোথায় মহিউদ্দিন খান আলমগীর? রাজারবাগে যেসব বীরপুরুষদের পদক দেওয়া হয়েছিল সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল হারুন ও বিপ্লবকে যে পদক দেওয়া হয়েছে এটা বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে পিটানোর কারণে কিনা। সেসময় মখা আলমগীর বলেছিলেন এটাও একটা কারণ। তাদের যদি বিচার না দেখি সারা জীবন আফসোস থেকে যাবে।
মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। শুধু শেখ হাসিনা নয় ২৯ জুলাই পর্যন্ত গণভবনে শেখ হাসিনার সাথে বসে হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া এসব নেতারা আরও বেশি করে খুন করার নির্দেশ দিয়েছেন। এদের বিরুদ্ধে মামলা করতে হবে। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ১৪ দলের নামে যারা হালুয়া-রুটির ভাগ পেয়েছেন, সেই রুটি টেনে বের করতে হবে।
যুবদলের সাবেক এই সভাপতি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগ বাড়িয়ে কোন কিছু করবেন না। ধৈর্য ধরতে হবে। কেউ যদি দখলবাজি চাঁদাবাজি করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাবেন। প্রয়োজন হলে সেনাবাহিনীকে জানাবেন। আমরা কোন অপবাদ ঘাড়ে নিতে রাজি নই। কারা বিএনপির নামে এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।
জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।