শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করল বিএনপি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের পদ স্থগিত করা হয়। চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বলা হলেও বিস্তারিত জানানো হয়নি।
তবে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, আজ ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনটিভির ফরিদপুর প্রতিনিধি জানান, আজ বুধবার (২১ আগস্ট) সকালে ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের একটি পথসভার আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বিএনপির দুই পক্ষের দফায় দফায় এ সংঘর্ষ ছড়িয়ে পরে আশপাশের এলাকায়। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া থেকে তালমা মোড় পর্যন্ত যানজটের তৈরি হয়। এ সময় কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। এই সংঘর্ষে কবির ভুইয়া (৫৫) নামে একজন নিহত হন। তিনি উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভুঁইয়ার ছেলে এবং কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সুস্পষ্টভাবে বলা আছে যে, সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভন্ডুল করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভন্ডুলকারীদেরকে এখন যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমরা কোনোরকম বিশৃঙ্খলা সহ্য করব না। বিএনপি সমস্ত অন্যায়কে প্রতিহত করবে, সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এজন্য সমস্ত দল ও অঙ্গসংগঠন এক সাথে কাজ করবে।