বন্যার্তদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের
দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান।
ওই পোস্টে তারেক রহমান লেখেন, আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত হেনেছে। এর ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব জেলার বাসিন্দাদের পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। একইসঙ্গে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
‘সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে’ উল্লেখ করে তারেক রহমান লেখেন, এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।